রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

আসামিরা হলেন- দুই বছরের সাজাপ্রাপ্ত উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের শেখ আহমদের ছেলে শাহ আলম (৩৫) ও এক বছরের সাজাপ্রাপ্ত কাশিনগর ইউনিয়নের সাতঘড়িয়া (দাতাম) গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম(৫০)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন ও এসআই মনিরুল ইসলাম জানান, আদালত কর্তৃক মামলায় শাহ আলমের দুই বছর সাজা ও আবুল কাশেমের এক বছরের সাজা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আর পড়তে পারেন