শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

জানা গেছে, আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে দুইটি সিআর মামলায় দুই বছরের সাজা ও ৪৬ লাখ টাকা জরিমানা করে। এরপর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের হোসেন, এসআই কামাল হোসেন ও এএসআই ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার ভোরে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

আর পড়তে পারেন