শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করে, তা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না: মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করেও সরকারে তাদের প্রতিনিধি রাখে, তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সরকারে থেকে কোনো দল যদি নির্বাচন করে, তা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ছাত্রদের নেতৃত্ব ও তাদের প্রতিনিধিত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন। কিন্তু তাদের প্রতিনিধি যদি সরকারে থেকে যায়, তাহলে নির্বাচনকালীন নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারে থেকেই যদি তারা নির্বাচন করেন, তা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না।”

মির্জা ফখরুল বলেন, “আমরা দ্রুত নির্বাচনের পক্ষে। যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, সরকার চাইলে জুন-জুলাই বা আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।”

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্ট সময় বলতে চাই না, কারণ এতে কোনো লাভ নেই। সরকারসহ সকল রাজনৈতিক দলের সম্মিলিত চাওয়াই জরুরি। তবে আমরা মনে করি, যত দ্রুত নির্বাচন হবে, দেশের জন্য ততই মঙ্গল।”

সংস্কারের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, “সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন—সব ক্ষেত্রেই আমরা সংস্কারের কথা বলেছি। দুই বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছি, যেখানে সংবিধান সংশোধন থেকে শুরু করে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের কথাও অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “সংবিধান সংশোধন এবং অন্যান্য সংস্কারের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা অপরিহার্য। কারণ আইনগত ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া এসব সংস্কার কার্যকর করা সম্ভব নয়। তাই নির্বাচন দ্রুত হওয়া জরুরি।”

মির্জা ফখরুলের মতে, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে এটি সঠিক পথে পরিচালিত হতে হবে এবং সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্যমত্য প্রয়োজন।”

আর পড়তে পারেন