বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে : চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০২৪
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা, বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে উদ্বিগ্ন দেশের শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, মানবাধিকার কর্মীসহ বিশিষ্টজনরা। উদ্বিগ্ন দেশের সচেতন মানুষও। সারাদেশের ন্যায় চাঁদপুরেও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন তারা। তাই দেশের এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কেউ হামলা, অগ্নিসংযোগ কিংবা লুটপাটে সম্পৃক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে জোড়ালো পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বুধবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। শাহমাহমুদপুর ইউনিয়ন সহ চাঁদপুরের সবকটি এলাকায় যাতে আর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিন খপয়াল রাখতে হবে। এবং দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা হত্যাকান্ডের মত ঘটনায় জড়িত থাকে তাহলে সাথে সাথে আমাকে জানাবেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

চাঁদপুরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সনাতন ধর্মালম্বীদের মন্দির-গির্জা পাহারা দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন দুস্কৃতকারী যেনো অঘটন ঘটিয়ে আমাদের দলের বদনাম করতে না পারে। তাই এই দেশ ও দেশের মানুষের রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। এখন থেকে সকল নেতাকর্মীরা প্রশাসনের সাথে মাঠে থেকে আইনী কাজে সহযোগিতা করবেন। পাশাপাশি সকল পুলিশের সাথে ভালো আচরণ করে তাদের কাজেও সহযোগীতা করার আহবান করেন তিনি।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কাদির বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন