শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজে পাশের হার শতভাগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image

 

 আরিফ আজগরঃ

বিশিষ্ট কথা সাহিত্যিক ড. মনসুর উদ্দীনের নামে প্রতিষ্ঠিত ড. মনসুর উদ্দীন মহিলা কলেজটি চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজারে অবস্থিত। গুনগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান এই শ্লোগানকে সামনে রেখে গ্রাম বাংলার সবুজ পল্লীতে গড়ে ওঠা ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১০ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে বিগত বছরের ফলাফল অত্যন্ত সাফল্যজনক। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য সচিব ড. মুহাম্মদ গোলাম হোসেন নিজস্ব সম্পত্তির ওপর স্বীয় শ্বশুরের নামে নারী শিক্ষার উন্নয়ন এবং নারী সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষে অত্র মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের তথ্য সুত্রে জানা যায়, কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখায় ১ম ব্যাচে পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০১২ ইং সনে কুমিল্লা শিক্ষার বোর্ডের অধীনে পাশের হার শতভাগ অর্জন করেছিল। ইতোমধ্যে পর পর ২০১৩, ২০১৪ ইং সনে ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ ফলাফল অর্জন করে সুনাম অক্ষুন্ন রেখেছে অত্র কলেজটি। ২০১৫ ইং সনে ফলাফল ৯৯% হলেও ২০১৬ ইং সনে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন এবং শতভাগ ফলাফল অর্জন করে বোর্ডের মাঝে রেকর্ড গড়েছে। তার মধ্যে শিক্ষা বোর্ডের বৃত্তি অর্জন ২৪ জন শিক্ষার্থী দখল করে নিয়েছে। ২০১৭ ইং সনে (এবার) এইচ এস সি তে মোট ১০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি জিপিএ ৫ সহ ১০৬ জন কৃতকার্য হয়ে শতভাগ অর্জন করেছে। জানা যায়, অত্র কলেজটি ৬ষ্ঠ বারের মত (শতভাগ) সাফল্যজনক ফলাফল অর্জন করে চাঁদপুর জেলায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। ভালো ফলাফল অর্জনের বিষয়ে অত্র কলেজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে, তা হলো- দূরবর্তী শিক্ষার্থীদের হোস্টেল সুবিধা প্রদান, মেধাবী শিক্ষার্থীদেরকে মাসিক বৃত্তি প্রদান, সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি প্রদান, শ্রেণি কক্ষের মান সম্মত পরিবেশ ও সীমিত আসন সংখ্যা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ক্লাশের পড়া ক্লাসে মুখস্থ করন, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, অডিটরিয়াম, সভা সমাবেশ ও বিতর্ক প্রতিযোগীতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, শিক্ষা সফর, সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য মান সম্মত পরিবেশ, অভিভাবক সমাবেশ ও মাসিক কাউন্সিলিং সহ প্রতিষ্ঠানটির অনেক সুবিধা রয়েছে। সু-দক্ষ গভর্ণিং বডির সু-ব্যবস্থাপনা ও যোগ্যতা সম্পন্ন অধ্যক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান অত্যন্ত উন্নত। এতদাঞ্চলে এমন সুন্দর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা অত্যন্ত বিরল। অত্র এলাকায় প্রতিষ্ঠানটির লেখা পড়ার মান উন্নয়ন এবং ফলাফল অত্যন্ত চমকপূর্ণ হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলীদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আর পড়তে পারেন