জিপিএ ফাইভে সেরা কুমিল্লা মডার্ন স্কুল
স্টাফ রিপোর্টার:
বোর্ড সেরা কুমিল্লা জিলা স্কুল ৩১২টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ। জিপিএ ফাইভ সবচেয়ে বেশি কুমিল্লা মডার্ন স্কুল ৪৮০জন এবং ২য় কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল ৩৭৬জন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর(২০২০) পাশের হার ৮৫.২২শতাংশ। বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১০২৪৫জন। গত বছর পাশের হার ছিল ৮৭.১৬ জিপিএ ফাইভ ছিল ৮৭৬৪জন।
এবছর মোট পরিক্ষার্থী ছিল ১৫৯০৭০জন, পাশ করেছে ১,৩৫,৫৬০জন। মেয়েদের পাশের হার ৮৬.৩১, ছেলেদের পাশের হার ৯৪.৪১শতাংশ। বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান- ৯৬.৭৬, মানবিক- ৭৬.৩৩ এবং ব্যবসায় শিক্ষা- ৮৪.৮৩ শতাংশ। বোর্ডের ৬জেলায় ১৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।
রেজাল্ট পেতে এই ওয়েবসাইটে ঢুকুন
Http://Www.educationboardresults.gov.bd/