টানা দ্বাদশ বারের মত সেরা অফিসার ইন-চার্জ হয়েছেন মনজুর আলম

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় চলতি বছরের নভেম্বর মাসের সেরা অফিসার ইন চার্জ হয়েছেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম। এনিয়ে ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত টানা ১২ বারের মত সেরা ওসি নির্বাচিত হলেন মনজুর আলম।
রবিবার (৩১ ডিসেম্বর ) কুমিল্লা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সদ্য পুলিশ সুপার পদোন্নতি পাওয়া আলমগীর হোসেন এর কাছ থেকে জেলার সেরা অফিসার ইন চার্জ এর ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা গ্রহণ করেন কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম।
নভেম্বর মাসে জেলাজুড়ে অস্ত্র, মাদক উদ্ধার এবং বিভিন্ন ঘটনার রহস্য উন্মোচনে সাফল্য অর্জনের প্রেক্ষিতে তিনি এ পুরষ্কার পান।
মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ)আব্দুল্লাহ আল মামুন, ডিআইওয়ান মাহবুব মোরশেদ, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন প্রমুখ।