ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু

ড. ইউনূস সরকারের প্রতি বিএনপির এখনও আস্থা রয়েছে: দুদু
জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনও রয়েছে বলে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখজনকভাবে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল, কিন্তু সেটিও পাওয়া যায়নি।”
সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, “ফ্যাসিবাদী শাসনে যেভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা কোথায় পায়?”
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ভোটের দিনক্ষণ নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। তিনি সতর্ক করে বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে বিএনপি জানে কীভাবে সেই অধিকার আদায় করতে হয়। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আরেকটি লড়াই অনিবার্য হয়ে উঠতে পারে।”