শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘তারছেড়া’ বাপ্পারাজ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৬

Bapparazবিনোদন ডেস্ক: গেল বছর শুরুরদিকে মুক্তি পেয়েছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’। এতে অভিনয় করেছিলেন সম্রাট ও ফারজানা রিক্তা। এছাড়াও ছবিটিতে অভিনয় করতে দেখা গেছে চিত্রনায়িকা নিপুনকে।

বাপ্পারাজের পরিচালনায় দ্বিতীয় ছবির শুটিং শুরু হচ্ছে। রাজশাহী সোনা মসজিদে শুক্রবার সকাল থেকে ‘তারছেড়া’র ক্যামেরা চালু হবে। প্রথম লটে ছবিটির শুটিং হবে তিনদিন। এই লটের শুটিংয়ে অংশ নেবেন নায়ক সম্রাট ও শিমুল খান।

পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাপ্পারাজ নিজেই। এতে সসম্রাটের বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি । তবে কয়েকদিনের মধ্যে বাকি শিল্পীদেরকে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, বাপ্পারাজ বর্তমানে অভিনয় করছেন সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিতে।

আর পড়তে পারেন