শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০২৪
news-image

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বিকালে তিন ঘন্টাব্যাপি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন মামলার আসামি ১৬ জনকে আটক করেছেন পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা,হকি ইস্টিক ও কাঠের রোল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে,এসময় আবুল মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা (৩০)নিহত হয়।

এ ঘটনার জেরে সাইফুল মেম্বারের বাড়িসহ প্রায় ৩০ টি পরিবারের বাড়ি ঘরে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করে লোকজন। তখন আবু মোল্লার লোকজনের ভয়ে ৩০টি পরিবারের প্রায় শতাধিক সদস্য বাড়ি ছেড়ে চলে যায়। আবু মোল্লার ভয়ে দুইবছর এলাকা ছাড়া পরিবারগুলো।

আজ বৃহস্পতিবার ছাত্র সমাজের সহযোগিতায় সাইফুল মেম্বার গ্রুপের লোকজন বাড়ীতে গেলে আবু মোল্লা লোকজন নিয়ে তার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে।

পরে ছাত্র সমাজ ও স্থানীয় লোকজন বাড়িটি অবরুদ্ধ করে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেনাবাহিনীসহ ঘটনা স্থলে যাই এবং অভিযান পরিচালনা করি। বিভিন্ন মামলার এজহার নামীয় ১৬ জন আসামীকে আটক করে থানায় নিয়ে আসি।এছাড়াও অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি। তিনি আরও জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে
সাইফুল মেম্বার ও ছাত্র সমাজের তিন সমন্বয়কসহ মানিককান্দি গ্রামের কয়েকজন গন্যমান্য ব্যাক্তিবর্গকে দিয়ে একটি নাগরিক কমিটি করে দেয়া হয়েছে।

আর পড়তে পারেন