তিতাসে ইয়াবাসহ আটক ১
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ মো. নবীর হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিতাস থানার এস.আই করিম, এস.আই তপন ও এস.আই পুষনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
আটককৃত নবীর হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. শাহজালালের (ফকিরার) ছেলে।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনর্চাজ সুধীন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমার দ্বায়িত্ব থাকা কালীন তিতাসে মাদকসহ যে কোন অপরাধ করবে কাউকেই ছাড় দেওয়া হবেনা। তিনি আরো বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে।
আটককৃত ব্যক্তি নবীর হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে আজ (৩ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কুমিল্লা জেলা জর্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।