তিতাসে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২৩ জনকে আসামী করে মামলা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২৩ জনকে আসামী করে হত্যা মামলা করেছে নিহতের বোন সাবিনা।
আজ শনিবার সকালে সাবিনা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৫/৬জনকে অজ্ঞাত রেখে তিতাস থানায় এই মামলা করেন। মামলা নং ০২ তাং ৬/৩/২০২১ইং।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আরিফ (২৮) পরকীয়ার টানে তিতাসের চর কাঠালিয়ার (ভাটেরার চর) গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে এসে দূর্বৃত্তদের হামলায় গুরতর আহত হয় আরিফ।
পরে তাকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য বৃস্পতিবার রাত আনুমানিক ১০ টায় তিতাস উপজেলার চর কাঠালিয়া(ভাটেরার চর) গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সৌদি প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী মৌসুমি প্রকাশ সুমির পরকীয়ার টানে আরিফ দেখা করতে আসলে ওই গ্রামের চিহ্নিত দুর্বৃত্তরা আরিফকে পিটিয়ে হত্যা করেছে বলে মামলার বাদী সাবিনা দাবী করে আসছে।