তিন সংগঠনের যৌথ উদ্যোগ: রোজাদারদের পাশে আমরা

পবিত্র রমজান মাসের বরকতময় সময়ে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়াতে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) এবং ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ (FOHB) যৌথভাবে আয়োজন করে “রোজাদারের পাশে আমরা” শীর্ষক বিশেষ ইফতার কার্যক্রম।
কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১৫০ এর অধিক রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষদের ইফতার করানোর মাধ্যমে রমজানের সত্যিকারের শিক্ষা—সহমর্মিতা ও মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিনটি সংগঠন।
কর্তৃপক্ষরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য গুলো হলো-
পথচারী ও অসহায় রোজাদারদের জন্য ইফতার সরবরাহ । সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া । সমাজের সকল শ্রেণির মানুষকে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে উৎসাহিত করা
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের চেয়ারম্যান শাহরিয়া ইসলাম সাইফ বলেন,
“রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবতার শিক্ষা দেয়। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষ একে অপরের পাশে দাঁড়াক।”
ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD)-এর মোঃ তাহসিনুল ইসলাম বলেন,
“যৌথ প্রচেষ্টায় এমন আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে মানবতার সেবায় কাজ করে যেতে চাই।”
ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ (FOHB)-এর ইরশাদ শাহরিয়া বলেন,
“এই আয়োজনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে, সমাজের জন্য কাজ করা মানেই ভালোবাসার বন্ধন তৈরি করা। ইনশাআল্লাহ, আমরা মানবতার সেবায় আরও বড় পরিসরে এগিয়ে যাবো।”