শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০২৪
news-image

তেল পরিমাপে কারচুপির অপরাধে নুরুল হুদা পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে কুমিল্লা চকবাজার এলাকায় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। তদন্তে দেখা যায়, পাম্পটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, অকটেনে ৩২০ মিলি এবং পেট্রলে ৩৪০ মিলি কম প্রদান করছিল।

অভিযানটি নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমান।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

জ্বালানি তেলে কারচুপির মতো জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইর এই যৌথ মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আর পড়তে পারেন