মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা শুরু শুক্রবার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনায় মুজিব বর্ষ উপলক্ষে গণপাঠাগারের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হবে আগামী শুক্রবার । এর উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।

হোমনা উপজেলার বিভিন্ন সাহিত্যিক, গীতিকার ও কবিদের রচিত সাহিত্য, গল্প ও কবিতার বই পাওয়া যাবে উক্ত মেলায়।

আহমেদ উল্লাহ রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত”, শর্মি ভৌমিকের “প্রেমে পূর্ণতায়”, বাসার তাসাউফের “মা সেজে পরি এসেছিল”, আমিনুল ইসলামের “শতবর্ষে শেখ মুজিব” ও আমান উল্লাহ চৌধুরীর “অচিন মানুষ” সহ বিভিন্ন প্রতিভাবান লেখকের বিভিন্ন বই পাওয়া যাবে হোমনার ২১শে বই মেলায়।

সোমবার সন্ধ্যায় হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সাহিত্যিক ও গীতিকার ও কবি আহমেদ উল্লাহ্ তার রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত” বইটি হোমনা গণ-পাঠাগারকে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা গণ পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক মোরশিদ আলম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাছান দাদন, বিশিষ্ট ভাষ্যকার কবি দেলোয়ার। হোমনায় য়ার।

আর পড়তে পারেন