শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ‘মোহনা’ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়ায় ‘মোহনা একটি সাংস্কৃতিক আন্দোলন’ সংগঠনের বরুড়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতৎ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ‘মোহনা একটি সাংস্কৃতিক আন্দোলন’ সংগঠনের বরুড়া পাঠানপাড়া অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট কলামিষ্ট, কবি, সাহিত্যিক, মোহনা সংগঠনের সভাপতি ও ভাউকসার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক রোটা. মো. কামাল হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। এছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, মো. মনিরুজ্জামান বাবুল, বরুড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার সোলায়মান হোসেন ভূইয়া, বরুড়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক বিএম মহসিন, সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক সাংবাদিক ইকরামূল হক, কোষাধ্যক্ষ গাজী শরীফ উদ্দীন, সংগঠনের সদস্য ডা. মোস্তাফিজুর রহমান শাহীন, বাবু তপন, মনির হোসেন,তানভীর হোসেন, আরিফ হোসেন, বরুড়া উপজেলা ফারিয়া‘র সভাপতি বাবু চন্দন, সাধারণ সম্পাদক মো. হারেছ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পূর্বক কোরআন তেলওয়াত, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শোক র‌্যালী এবং আলোচনা সভা শেষে উপস্থিত সকল সকল নেতৃবৃন্দের মাঝে খাবার পরিবেশন করা হয়।

আর পড়তে পারেন