দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। শনিবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন, আপনারা চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন কিনা? এর প্রমাণ হলো— আমাদের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি বা দখলদারিতে জড়িত নয়। আমরা এটাই প্রমাণ করেছি।”
নারী অধিকার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা নারী-পুরুষের বৈষম্য তৈরি করতে চাই। অথচ আমরা নারীদের মায়ের মতো সম্মান করি। যারা ইচ্ছায় বোরকা পরবেন, তারা পরবেন। কিন্তু অন্য ধর্মের মানুষদের আমরা কীভাবে বোরকা পরতে বাধ্য করব? ইসলাম এ ধরনের কোনো অধিকার আমাদের দেয়নি।”
তিনি আরও বলেন, “পোশাক নিয়ে কারও ওপর জোর খাটানো যাবে না। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং কেউ বৈষম্যের শিকার হবে না।”
সরকারকে ইঙ্গিত করে ডা. শফিক বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা লুটপাট, জুলুম ও গণহত্যার মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওনের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা পাওয়া গেছে। পিওনের যদি এত টাকা থাকে, তবে উপরের স্তরে থাকা ব্যক্তিরা কত টাকা পাচার করেছেন তা সহজেই অনুমান করা যায়।”
তিনি আরও দাবি করেন, “রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির মাধ্যমে ৫৭ হাজার কোটি টাকা লুট হয়েছে। পদ্মা সেতু নির্মাণে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেই টাকায় অন্তত আরও চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। আওয়ামী লীগ যেখানে হাত দিয়েছে, সেখানেই দুর্নীতির খনি আবিষ্কৃত হয়েছে।”
ধর্মীয় বিভাজন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি-মাইনরিটির কথা বলে যারা জনগণকে বিভক্ত করেছে, তারাই গত ৫৩ বছর ধরে দেশকে পেছনে টেনে ধরেছে। অথচ এসব অপকর্মের দোষ জামায়াতের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়। আমাদের নেতা-কর্মীরা এসব কাজে জড়িত নয়।”
সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি-ঘুষবাজি থাকবে না, দখলদার বাণিজ্য চলবে না, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে। এই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সম্মেলনে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ ও রাজবাড়ি জেলার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সদস্য ড. আলমগীর বিশ্বাস, নির্বাহী সদস্য মোবারক হোসেন, সূরা সদস্য নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি এমএ মুসা।