সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দখল-দূষণে কুমিল্লার ডাকাতিয়া নদী এখন মরা খাল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদী দখল ও দূষণে ধীরে ধীরে মরা খালে পরিণত হয়েছে। ফলে নদীনির্ভর সেচ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

সদর দক্ষিণের উত্তর বাগমারা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া নদীর পাড় কৌশলে অবৈধভাবে দখল ও ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। নদীর পাড়ে স্থানীয় এক প্রভাবশালী অটো রাইস মিল ও ইটের ভাটা স্থাপন করে এলাকার পরিবেশ বিনষ্ট করছে। রাইস মিলের দূষিত বর্জ্য নদীতে ফেলে ক্রমে নদীর অংশবিশেষ ভরাট করে ফেলা হয়েছে।

জানা যায়, ডাকাতিয়া নদী এক সময় জেলার সদর দক্ষিণ, লাকসাম ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর কৃষি ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নদীটি দিনে দিনে প্রভাবশালীদের কবলে পড়ে বিলীন হতে চলেছে।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মো. মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘকাল খনন বা সংস্কার না হওয়ায় নদীটির গভীরতা কমে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে, এ সুযোগে নদীপাড় অনেকের দখলেও চলে যাচ্ছে। এতে সেচ কার্যক্রমেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। নদীটি খনন-সংস্কার প্রয়োজন।’

আর পড়তে পারেন