শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহিদনগরে এ দুর্ঘটনায় চালক সাকিব আহত হয়েছেন।

নিহত শিশির(১৬) উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের মৃত লিয়াকত আলী খোকনের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতবস্থায় শিশির ও সাকিবকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

আর পড়তে পারেন