বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে গাজা ও ফেনসিডিলসহ মাদক বহনকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০২২
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে ৫০ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ মোঃ পলাশ খান (২৬) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার(১ জুন) রাত পৌনে ৮টায় গৌরীপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পলাশ খান জেলার কোতয়ালী থানার আড়াইউড়া গ্রামের বারেক খানের ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক রাজিব কুমারসহ গৌরীপুর বাসস্ট্যান্ডে থেকে পলাশ খানকে আটক করা হয়েছে। আটককৃতের সাথে থাকা চটের বস্তায় প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়ানো ১ কেজি গাজা এবং কাধের ব্যাগে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পলাশ খান মূলত মাদক বহনকারী। পাঁচ হাজার টাকার বিনিময়ে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। আটককৃতের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আর পড়তে পারেন