দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে অগ্নিকাণ্ড: ৪ গাড়ি ও ৬ দোকান ভস্মীভূত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার মুখে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানের ভিতরে চলে যায়। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪ টি গাড়ি এবং ৬ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
রবিবার (১৫ আগস্ট) আনুমানিক ভোর ৫ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার প্রবেশমুখে এই দূর্ঘটনা ঘটে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদের নেতৃত্বে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ১টি কাভার্ডভ্যান, ১টি পিকআপ, ২ টি হাইস মাইক্রোবাস এবং মুদি, টেলিকম, কনফেকশনারিসহ ৬ টি দোকান ভস্মীভূত হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদ জানান, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।