শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় ইফতার ও ৫ বস্তা চাল প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২৩
news-image

সালাহাউদ্দিন সোহেল:

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ পরিবারের উদ্যোগে পরিচালক, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়  একটি এতিমখানা ও মাদ্রাসায় ৫ বস্তা চাল উপহার দেওয়া হয়েছে। সেই সাথে এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ এর মুসল্লীদের নিয়ে ইফতার এর আয়োজন করা হয়।

সেই সাথে ওই  মাদ্রাসার  জন্য দুইটি মাইক এর ব্যবস্থা করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সংগঠনের  এক শোভাকাংখি।

এই মাদ্রাসার জন্য  একটি রেক লাগবে পবিত্র কুরআন শরীফ ও হাদিস,কিতাবের বই রাখার জন্য। ইতিমধ্যে  ৭ হাজার টাকা সংগ্রহ হয়েছে। রেকটি কিনতে আরো ৮ হাজার টাকা লাগবে। কেউ অর্থ দিয়ে সাহায্য করতে চাইলে
সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ  এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাদ্দাম হোসেন হাদী, উপদেষ্টা জাকির হোসেন খাঁন, দাতা সদস্য মামুন শিকদার শুভ, আমিনুল ইসলাম সোহাগ, সৈয়দ আল হান্নান, ফাহিম শিকদার নয়ন, ইয়াসিন খাঁন, কার্যকরি সদস্য সেলিম মিয়া, রাইসুল ইসলাম ফাহিম, মারুফ হুসাইন, কাজী হেলালি, সুজন আহম্মেদসহ আরো অনেকে।

আর পড়তে পারেন