দাউদকান্দিতে গোমতী সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে খোকন আহমেদ(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গৌরীপুর গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
সে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে খোকন আহম্মেদ (৩৫)।
নিহতের বড় বোন শিউলি আক্তার জানান, দুপুরের আগে বাড়ী থেকে বের হয়। এরপর মোবাইল বন্ধ পাই, পরে বাড়ীতেই ড্রয়ারে মোবাইল পাই। আমার ভাই অসুস্থ ছিল।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হচ্ছে।
জাকির হোসেন হাজারী