শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ উপজেলা শাখার আহবায়ক আদিলুজ্জামান, সদস্য সচিব মিজানুর রহমানসহ সংগঠনের সকল সদস্য।
আহবায়ক আদিলুজ্জামান বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমরা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তাদের ৫ দফা দাবিগুলো হলো-১০তম গ্রেডে বেতন উন্নীতকরন, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান, ২০১২ সালের শিক্ষানীতি অনুসারে ম্যানেজিং কমিটিতে নাম অন্তভ’ক্তিকরণ । মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আর পড়তে পারেন