দাউদকান্দিতে বিএনপি নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন
দাউদকান্দিতে বিএননপি নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া, গৌরীপুর গ্রাম, গৌরীপুর বাজার, ভুলিরপারসহ উপজেলার ১৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
বিভিন্ন পূজা মন্ডপে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএইচ মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হাজারী, যুবদল নেতা মফিজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, উপজেলা ছাত্রদল নেতা রোমান খন্দকার প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে কোন অপশক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দাউদকান্দির সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পুজামন্ডপে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দাউদকান্দিতে সম্প্রীতির ঐতিহ্য অটুট রেখে সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন। বক্তারা পূজা কমিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। পুজা চলাকালিন মন্ডপের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এর আগে সুবিধা বঞ্চিতদের মাঝে নতুন কাপড় বিতরন করেন নেতৃবৃন্দ।











