শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লি দখলের হুমকি দিলেন মমতা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্টঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দখলের হুমকি দিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাংলা দখলের পরিকল্পনার জবাবে মমতা বলেন, ‘ওরা বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিতে সরকার গড়ব।’
 বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বীরপাড়ার এক অনুষ্ঠানে  মমতা এ হুমকি দেন।
এর আগে তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এসে রাজারহাটের গৌরাঙ্গনগরে এক সম্মেলনে  অমিত শাহ বলেন, ‘তিনদিনে আমি বাংলায় অভূতপূর্ব উৎসাহ দেখলাম। আমি নিশ্চিত, এবার পশ্চিম বাংলায় বিজেপির সরকার গড়বে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘আগামী দিনে তৃণমূল ক্ষমতায় যাবে। যারা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম।  আমরা দিল্লি দখল করব। তারা দিল্লি থেকে আসে আর অপপ্রচার করে যায়। তারা গুজরাটকেই সামলাতে পারে না আবার বাংলার দিকে চোখ দেয়।’

আর পড়তে পারেন