দীর্ঘ ৭ বছর পর মাস্টার্সে ভর্তির অনুমতি পেলেন কুবি ছাত্রদল নেতা

দীর্ঘ ৭ বছর পর মাস্টার্সে ভর্তির অনুমতি পেলেন কুবি ছাত্রদল নেতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল বাশার ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, এই নির্যাতনের কারণে তিনি মাস্টার্সে ভর্তি হতে পারেননি। দীর্ঘ ৭ বছর শিক্ষাজীবন বন্ধ থাকার পর অবশেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি পেয়েছেন।
আবুল বাশার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় তার ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবুল বাশার নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের সঙ্গে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিভাগীয় প্রধান বরাবর আবেদন করেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ৮২তম একাডেমিক কাউন্সিলে সুপারিশ করা হলে, ১০১তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে তার ভর্তির অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবুল বাশারকে নৃবিজ্ঞান বিভাগের মাধ্যমে মৌখিক বা লিখিত পরীক্ষার মাধ্যমে মাস্টার্সে ভর্তির সুপারিশ করা হয়েছে।
আবুল বাশার তার ভর্তির আবেদনপত্রে অভিযোগ করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ২০১৬ সালে একাধিকবার তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়, যার ফলে তার মাথা ফেটে যায় এবং হাত ও পায়ের আঙুল ভেঙে যায়। এমনকি তাকে গুম করারও চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তাহীনতা ও হুমকির কারণে তিনি মাস্টার্সে ভর্তি হতে পারেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি।