দুবাইতে বিস্ফোরণে কুমিল্লার রেমিটেন্স যোদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার :
পরিবারের ভাগ্য বদলের জন্য প্রবাসে গিয়ে আকস্মিক মৃত্যুর মিছিলে শামিল হচ্ছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মহিন উদ্দিন মিয়াজি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্বপ্ন বাস্তবায়নের আগেই চলে গেলেন এ রেমিটেন্স যোদ্ধা।
নিহত মো. মহিন উদ্দিন মিয়াজি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের টুনু মিয়াজির ছেলে।
শনিবার (২ মে) সকাল ১১ টার দিকে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মহিন। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় মুন্সীর হাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।