দেবিদ্বারের ইউপি আ’লীগ নেতা রাসেল মাদকসহ আটক ! পুলিশ বলছে ঘটনা মিথ্যে

স্টাফ রিপোর্টার:
দেবিদ্বারের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলকে ইয়াবা ও গাজাসহ আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনাকে সাজানো নাটক বলছেন মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চলছে সমালোচনার ঝড়।
ওবায়দুল হাসান রাসেল কুমিল্লার দেবিদ্বারের ৯ নং গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
বৃহস্পতিবার রাতে মুরাদনগরের পরমতলায় তাকে আটক করে স্থানীয় জনতা।
রাসেল আটক হওয়ার পর মুরাদনগর থানায় রয়েছে। এদিকে তাকে ছাড়িয়ে আনতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের বেশ কয়েকজন আ’লীগ নেতা মুরাদনগর থানায় গেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম সাংবাদিকদের জানান, ষড়যন্ত্র করে ১০ গ্রামের মতো গাঁজা দিয়ে তাকে ফাঁসিয়েছেন স্থানীয়রা। এটা তদন্তে পাওয়া গেছে।
তবে দৈনিক আজকের কুমিল্লার অফিস থেকে ওসির মুঠোফোনে কল করলে একজন কর্মকর্তা কল রিসিভ করে জানান, ওসি স্যার মিটিংয়ে । পরে কল করেন।