সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি বাবুল ও সম্পাদক সাইফুল

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল’কে সভাপতি, দৈনিক মুক্তির লড়াইয়ের  প্রতিনিধি মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শফিউল আলম রাজীব সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে হুরবানু আক্তার পলি, দৈনিক খবর বাংলাদেশ প্রতিনিধি মমিনুর রহমান বুলবুল, কবি ও কলমের সিনিয়র সহ সম্পাদক একেএম ফজলুল আমিন রাসেল, দৈনিক আমাদের নতুন সময়ে’র মোঃ শাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার এডভোকেট সুদীপ চন্দ্র রায়, দৈনিক প্রথম বেলা’র প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি প্লাবন, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর’র এআর আহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ’র প্রতিনিধি মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আল আমিন কিবরিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে কুমিল্লার বানীর সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ ওমর ফারুক মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক নাগরিক ভাবনা’র প্রতিনিধি মোঃ জামিল আক্তার মামুন, সদস্য পদে আছেন একেএম মিজানুর রহমান কাউছার, মাই টিভির প্রতিনিধি মোঃ সোহাগ সোহেল রানা, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মোঃ আবদুল আলিম।

আর পড়তে পারেন