সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমীন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন (৩৪)-কে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. আল-আমীন ১০ নম্বর গুনাইঝর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের মৃত. ফরিদ মিয়ার ছেলে এবং ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি রুবেল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি।

গতকাল সোমবার সন্ধ্যায় দেবীদ্বার থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাশিকাড়া বাজার এলাকা থেকে আল-আমীনকে আটক করেন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল মারা যান। ওই হত্যা মামলা তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে আল আমীনকে শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক মো. আল-আমীন, গুলিবিদ্ধ রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দিগ্ধ আসামি। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করে আটক করে আজ মঙ্গলবার কোর্ট হাজতে চালান করা হয়।

আর পড়তে পারেন