নগরীর ছাতিপট্টিতে অটোরিক্সার ধাক্কায় পথচারির মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় অটোরিক্সার ধাক্কায় হাজী মোঃ আব্দুল ওয়াদুদ (৬০) নামের এক পথচারি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত হাজী মোঃ আব্দুল ওয়াদুদ কুমিল্লা সদরের কাজীপুর কৃষ্ণনগর গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ওই বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।