নগরীর রাজগঞ্জ বাজারে পেঁয়াজের দোকানগুলোতে অভিযান, অর্থ জরিমানা
শাহ ইমরানঃ
কুমিল্লা নগরীর একই বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সারা দেশের মত কুমিল্লার বাজারগুলোতে সমান তালে ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এরই প্রেক্ষিতে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কুমিল্লার নগরীর রাজগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মুস্তাফিজুর রহমান ও সৈয়দ ফারহানা পৃথা’র নেতৃত্বে রাজগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কুমিল্লা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় পেয়াঁজের মূল্য অতিরিক্ত রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।