শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহত্তর লাকসাম পেল দুই মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
নারী নওয়াব দানবীর ফয়জুন্নেছার বাড়ি লাকসাম,বৃটিশ বিরোধী আন্দোলনের উজ্জ্বল ক্ষেত্র বৃহত্তর লাকসামের নাঙ্গলকোট। কুমিল্লার বৃহত্তর লাকসাম এবার দুইজন পূর্ণ মন্ত্রী পেয়েছেন।

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ও কুমিল্লা-১০(নাঙ্গলকোট,সদর দক্ষিণ ও লালমাই) আসন এক সময় বৃহত্তর লাকসামের ছিলো। এবার কুমিল্লা জেলা দুইজন মন্ত্রী পেয়েছে। তারা দুইজনই বৃহত্তর লাকসামের বাসিন্দা।

কুমিল্লা-১০আসন থেকে নির্বাচিত আ হ ম মুস্তফা কামাল এর আগে পরিকল্পনামন্ত্রী ছিলেন। এবার তাকে সরকারের অর্থমন্ত্রী করা হয়েছে। এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামকে এবার স্থানীয় সরকার, পল্লøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তাদের মন্ত্রী হওয়ার খবরে আওয়ামী লীগের নেতা কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসবে মেতে উঠে। লাকসাম,নাঙ্গলকোট, লালমাই ও বাগমারা বাজারে চলে মিষ্টি বিতরণের হিড়িক। এদিকে ৪৭বছরে কুমিল্লা-৯ আসনে এ প্রথমবারের মতো মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মাঝে খুশির আমেজ বইছে।

আর পড়তে পারেন