বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়েতে পরিবারের অসম্মতি, অভিমানে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৯, ২০২২
news-image

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে হৃদয়(১৭) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের দুইরা গ্রামে এঘটনা ঘটে।

নিহত কিশোর হৃদয় দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে বাইড়া বাজারে তার বাবার চায়ের দোকানে কাজ করত।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার টনকি ইউনিয়নের দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয়ের সাথে দুই বছর পূর্বে বেড়াতে এসে পরিচয় হয় পাশ^বর্তী দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে(১৬) সাথে। পরিচয়ের পর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়ে এক সময় প্রেমে পরিণত হয়। বেশ কিছুদিন পর দুজনের প্রেমের সম্পর্কের কথা পরিবারের সদস্যরা জানতে পেরে তাদেরকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু কিশোর হৃদয় তার প্রেমিকা কিশোরী মেয়েকে বিয়ে করাতে তার পরিবারকে চাপ দিতে থাকে। ছেলের বয়স কম হওয়ার কারনে তার বাবা মা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে গিয়ে কীটনাশক পান করে। প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ীতে তার লাশ দাফন করে স্বজনরা।

বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন