নবীনগরে যুবক খুনের ঘটনায় রায়পুরার আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে নবীনগর থানায় মামলা

মো. দেলোয়ার হোসন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত হওয়ার ঘটনায় নিহতের পিতা আলমাস আলী সরকার বাদী হয়ে পাশ্ববর্তী রায়পুর উপজেলার মির্জাচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুককে প্রধান আসামী করে ৩২ জনের নামে ও অজ্ঞাত আসামী দিয়ে নবীনগর থানায় মামলা করেন।
উল্লেখ্য রবিবার সন্ধ্যায় পাশ্ববর্তী রায়পুরা উপজেলা থেকে আগত সন্ত্রাসী বাহিনীর লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে আক্রমণ চালায়।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের সরকার বাড়ির আলমাস সরকারের ছেলে শামিম সরকার ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আলমাস শিকদার বলেন, মামলা হয়েছে,আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।