নবীনগরে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামে বুধবার সকালে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় প্রাণ গেল তামীম (৭) নামে এক স্কুল ছাত্রের।
সে নারায়নপুর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও নারায়নপুর মধ্যপাড়ার শাহিন মিয়ার ছেলে।
জানা গেছে, নিহত তামীম প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথিমধ্যে নারায়নপুর সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসি গাড়ীর চালক জয়নাল মিয়াকে আটক করে। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের নানা তোতা মিয়া বলেন, প্রতিদিনের মতো আজও তামীম স্কুলে যাওয়ার সময় জয়নাল মিয়ার অটো রিক্সা তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।