নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মো: কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন দুপুরে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী রেললাইন পার হতে গিয়ে দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে। মহিলাটির পরিচয় পাওয়া যায়নি।