পারের সম্বল – জিল্লুর রহমান পাটোয়ারী
আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৮
যাচ্ছে বেলা হেলায় কেটে,
সাজতে সময় শেষ –
রঙের মেলায় ব্যস্ত খেলায়,
দিচ্ছো কেটে বেশ।
পারের সম্বল রেখেছো কি?
ভেবেছো কি তার –
সম্বল বিনে পারবে নাকো,
ভবের নদী পার।
আছে সময় হাতে অনেক,
ক্ষণেক চিন্তা কর –
সেদিন আপন কেউ হবেনা,
সবাই হবে পর।
রঙের মেলায় মিছে খেলায়,
বেঁধেছো মায়ার ঘর –
ছাড়তে হবে মায়ার ভুবন,
সবাই হবে পর।