শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: গোধূলি বেলা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০২৩
news-image

মোহাম্মদ খায়রুল আনাম:

মন দরিয়ায় পাড়ি দিলাম অচিনপুর,
ওপারে আছে গহীন সমুদ্দুর!
হঠাৎ আমি থমকে দাঁড়াই একা,
হৃদয় কানন শুন্য এবং ফাঁকা।

ক্লান্ত আমি শ্রান্ত আমি
কিভাবে দেব পাড়ি,
তবুও আমায় যেতেই হবে
ওটাই আসল বাড়ি!

হৃদয়-মনে ক্ষণে ক্ষণে
ভাঙা-গড়ার ঢেউ,
একাই সেথা যেতে হবে
সঙ্গে নাহি কেউ!

কেটেছে হাজার দিবস-রজনী
হেলেফেলে অবহেলে,
মনের আরশিতে ফুটে ওঠে হায়
দেখি তা দুনয়ন মেলে!

পবিত্র আলোয় স্নাত করো প্রভু
সার্থক করো গোধূলি বেলা,
জবানে দিও অমোঘ সে বাণী,
যবে সাঙ্গ হবে ভবের মেলা!

আর পড়তে পারেন