সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: হাহাকার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০২৩
news-image

মো: তারিফ ভূঁইয়া:
কেমন আছো ? জানিনে সেই খবর আজ
খবর ওয়ালারা অর্ধেক প্রায় মৃত লাশ;
হাহাকারে ভেসে যায় প্রশ্ন শত অজানায়
নিয়তিতে তবুও লিখা নাই স্বস্তির নি:শ্বাস।

দূর থেকে দেখি, হায় ! চিরকাল কথা নাই
অবাধ মোহে নিমগ্ন, স্বীয় প্রাণ বঞ্চনায়;
নিরর্থক  বেদনায় অযথা যন্ত্রণায় তবুও
কোন মুগ্ধতা লিখি রোজ শত কবিতায়?

রক্ত ব্যয়ে লিখিত, আকাশের বুকে নিহিত
সেসব লেখা হচ্ছে তবুও প্রেরিত অযথায়;
হারিয়ে গেলে বুঝে নিয়ো , খুঁজে নিয়ো ঠিক
হয়ে আছি নিমজ্জিত – সমাহিত কবিতায়।

আর পড়তে পারেন