পেঁয়াজ

তাছলিমা আক্তার
পেঁয়াজ তুমি বড়ই নিঠুর
মন বুঝ না কারো
যতই বলি দামটা কমাও
বাড়াও তুমি আরো।
তুমিই বল দেশের মানুষ
কত বিপদে আজ!
রাগ করে কী বাড়িয়ে দিলে
তোমার তেজ আর ঝাঁজ?
এমন আর করো নাগো
ও গৃহিনীর সই,
তুমি যদি এমন কর
গৃহিনী যাবে কই?
তোমার গুনের কত বাহার
রান্নার রং আর স্বাদে
ব্যাচেলরের ঝালমুড়িটা
তোমায় ছাড়া কাঁদে।
রাগ করোনা ওগো পেঁয়াজ
তোমায় দুষছি বলে,
বোবা তোমার মুখটি নেই
শব্দটি নাই গলে।
আর কাউকে বলি যদি
দিবে হাজার যুক্তি,
তাইতো তোমায় দোষটি দিয়ে
পাচ্ছি নিজে মুক্তি।।