প্যারিসে কুমিল্লা জেলা সমিতির উপহার বিতরণ

ফ্রান্স প্রতিনিধিঃ
করোনা ভাইরাস মহামারিতে ফ্রান্স প্রবাসী কর্মহীন সাময়িক ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী, রমজান এবং ঈদ উপহার বিতরণ করেছে কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন শাহআলম, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্ট, সাধারন সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, সিনিয়ার সদস্য নজরুল চৌধুরী , উপদেষ্টা মনিরুল হক , মনির হোসেন , সহ সভাপতি মাহমুদুল হক , যুগ্ম সাধারন সম্পাদক শাকিল সরকার , সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ , সদস্য দেলওয়ার চৌধুরী , নজরুল ইসলাম সহ আরো অনেকে।
ফেইসবুকে আবেদনের ভিত্তিতে এই উপহার সামগ্রী প্যারিস ও আশে পাশের এলাকায় বিতরন করা হয়েছে।
এ সময় নেতৃবৃন্দরা বলেন যেকোন দূর্যোগ কিংবা ক্রান্তিকালে কুমিল্লা জেলা সমিতি মানুষের পাশে থাকবে। মানবতার স্লোগানকে সামনে রেখে এই সমিতি কাজ করবে।