প্রবাসে মৃত স্বামীর লাশ পেতে স্ত্রীর আকুতি
স্টাফ রিপোর্টার:
প্রবাসে মৃত স্বামীর লাশ দেশে আনার জন্য আকুতি জানিয়েছে এক নিঃসন্তান স্ত্রী। গত ১০ জুলাই কুয়েতের হাসাবিয়া শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান কুমিল্লার আবুল হোসেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত আবুল হোসেন দেড় যুগ সময় কুয়েত প্রবাসী ছিলেন। তিনি কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের পান্ডানগর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
নিহত আবুল হোসেনের স্ত্রী মোসা. আফসানা মিমি বলেন, আমার স্বামী কুয়েতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমার সন্তান নেই, শ্বশুর, শ্বাশুরি জীবিত নেই। আমার বড় ভাইএবং বাবা দুজনই বিদেশে আছে।
যার কারণে স্বামীর লাশ দেশে আনার বিষয়ে চিন্তায় আছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চাই।
নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, শুনেছি গত ১০ জুলাই কুয়েতের হাসাবিয়া নামক স্থানে বাইক দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তিন ভাই, চার বোনের মধ্যে আবুল হোসেন ৬ষ্ঠ ছিলো। মা বাবা নেই। তার ঘরসংসার আলাদা। লাশ দেশে কবে আসবে, সেটা জানি না।