শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে বিভক্ত বিএনপিকে ঐক্যের আহবানঃ আবু সাঈদ

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২২
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ আনন্দ বিনিময় কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার সভাপতি মোঃ আবু ছায়েদ কাতারে বিভক্ত বিএনপিকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতিকে বিলুপ্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কাতারে একটি সুসংগঠিত ও শক্তিশালী দল উপহার দেওয়া আমাদের কর্তব্য। এছাড়া সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাতারে বিভক্ত রাজনীতি পরিহার করে ঐক্য গঠনের উদ্বার্থ আহবান জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু এবং বিএনপি (ধানসিঁড়ি) ও অন্য সংগঠনের সভাপতি এমএম নূর এর উদ্দেশ্যে তিনি আরও বলেন, দ্বিধাদন্ধ ভুলে কাতারে বিএনপির আগামী প্রজন্মকে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দিতে হবে এবং তা আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হবে।

এসময় উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেমসহ অসংখ্য নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন