প্লাবন শিল্পীগোষ্ঠির সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ
“সুন্দর মনের মানুষ গড়ার আঙ্গিনায় আমরা প্লাবন” এই স্লোগানকে মগজে ধারন করে এক যুগ ধরে অগ্রসমান সাংস্কৃতিক সংগঠন প্লাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কুমিল্লা। বৃহস্পতিবার প্লাবনের দিনব্যাপি সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব কন্ঠশিল্পী মশিউর রহমান, প্রশিক্ষণ কর্মশালার পরিচালনায় ছিলেন প্লাবনের পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, আরো উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, মু. রাকিবুল ইসলাম, নুরুল ইসলাম শামীম, মু.নূরে আলম, আব্দুল্লাহ হীল কাফি, কাজী আরিফ, আব্দুল্লাহ আল মারুফ, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, কবি আরিফ হোসেন সবুজ, শরিফুল ইসলাম, শিশুশিল্পী সিয়াম, সাইফুল, আব্দ্ল্লুাহ সহ প্লাবনের চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, শাখার বাছাইকৃত শিল্পীবৃন্দ।
দিন ব্যাপি কর্মশালা শেষে প্লাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক কর্মশালায় আগত সকল শিল্পীবন্ধুদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।