শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি এক ফেরিওয়ালা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২০
news-image

মো: তোফাজ্জল হোসাইন মজুমদার:

পৃথিবীর বুকে ক্ষনিকের তরে পেয়েছি একটু ঠাঁই,

সময় হলেই চলে যেতে হবে থাকার উপায় নাই।

মানুষ হয়ে জন্মেছি আমি মানুষকে নিয়েই খেলা,

সকাল সন্ধ্যা নানান কাজে আমি এক ফেরিওয়ালা।

আজকে আমি ছোট্ট শিশু কালকে হই আমি বাবা,

সময় পেরুলেই আমি হয়ে যাই দাদা আর নানা।

পৃথিবীর বুকে ধনী গরীব পৃথিবীতে যত ভেদাভেদ

আসা যাওয়ার নিয়ম একই নাই কেন প্রকার ভেদ।

কত অহংকার কত ক্ষমতা দেখাই মোরা অন্যের তরে

একটু ও ভাবিনা কোথায় থাকবে এসব যখন যাব মরে।

 

অর্থ আর স্বার্থের পেছনে আমরা দৌড়াই রাত দিন

হক ইনসাফ এর তোয়াক্কা করি না আমরা কোন দিন।

ইহ জগতের লোভ লালসায় কাটিয়ে দেই সারা বেলা

পরকালের জন্য কিছুই করিনা করি যত অবহেলা।

রাহমানুর রাহিম দুনিয়ার বুকে এ তোমার কেমন খেলা।

প্রজন্মের স্বার্থে সারাদিন ঘুরি আমি যে ফেরিওয়ালা।

জুলুম নির্যাতন হিংসা-বিদ্বেষ অর্থের অহংকার ছেড়ে

মানবতায় নিজকে দিই যেন বিলিয়ে মানুষের দুয়ারে।

 

প্রতিদিন প্রভাতে পাখির কোলাহলে হয় না সেই ভোর,

রাত পোহালে শুনিনা এখন কোরআনের বাণী সুমধুর।

এখন রোজসকালে নামাজি হাতে শিশুরা যায়না মক্তবে

কিন্ডার গার্ডেন আর নার্সারীতেই মেতে উঠেছে সবে

কোরআনের শিক্ষাপায় না বলেই থাকেনা আল্লার ভয় একটু ও ভাবে

না কোথায় শান্তি কোথায় জয় পরাজয়।

কৃষক সকল পান্তা খেয়ে নাঙ্গল জোঁয়াল নিয়ে কাঁধে

মাঠের পানে ছুটে যায় না থাকে না গরুগুলো ও সাথে।

 

হারিয়ে গেছে গোধুলি লগ্নে শিশুদের যত মাতামাতি

নানান খেলা খেলত হাডুডু গোল্লাছুট আর কানামাছি।

পরিশ্রমি ছিল বলে মানুষের ছিল না তেমন কোন রোগ

এখন ডায়বেটিকস আর হার্টের সমস্যা এইত অভিযোগ

ঘরে ঘরে আজ ঝুড়ি ভরা ঔষধ ডাক্তারের অভাব নাই

শত শত পরিক্ষা করেও মানুষের শরীরেকোন শান্তি নাই

মানুষের মাঝে অভাব ছিল কিন্তু শান্তি ছিল বুক ভরা

বর্তমানে অভাব নাই ঠিক তবে আতঙ্কে সবাই দিশেহারা

থেমে গেছে সব হারিয়ে ফেলেছি পুরানো সেসব সংস্কৃতি

ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়ায় মোদের এ দুর্গতি।

 

লেখক:

মো: তোফাজ্জল হোসাইন মজুমদার।

শাখা ব্যবস্থাপক: মেঘনা ব্যাংক, মুন্সিরহাট শাখা, চৌদ্দগ্রাম,কুমিল্লা।

আর পড়তে পারেন