শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: করোনা প্রতিরোধে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২০
news-image

মো: সাইদুল হাছান:

নিরাপদে না থেকে বাড়ি থেকে বের হলে,
পুলিশ মামা লাঠিচার্জ করবে সামনে পেলে।
প্রয়োজন যদি হয় বাইরে যাওয়ার,
মুখে মাস্ক ব্যবহার অবশ্যই দরকার।

সতর্কতা অবলম্বন আমাদের বড় পথ,
তাহলেই তো কমে যাবে মৃত্যুমুখী রথ।
সবাই যদি না হই সচেতন,
দেশের অবস্থা হবে ইতালি,ফ্রান্সের মতন।

ছেলে-মেয়ের সাথে বসে ঘরে আড্ডা দিন,
সালাতের সময় পরিবারের সবাই একসাথে আদায় করে নিন।
গল্প,কবিতা,ছড়া,উপন্যাস ঘরে বসে পড়ুন,
বাইরে যাওয়ার অযথা অভ্যাস এই সময়ে ছাড়ুন।

পাশের বাড়ির নিম্ন আয়ের মানুষের খবর নিন,
সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাবার-টাকা দিন।
ছেলে-মেয়েকে মজার মজার ছড়া,কবিতা শুনান,
মহান আদর্শের নেতাদের অনুপ্রেরণার গল্প জানান।

পরিবার,সমাজ,রাষ্ট্রকে সতর্ক থাকতে বলুন,
করোনা প্রতিরোধের উপায়গুলো সবাই মেনে চলুন।
বন্ধু-বান্ধব,আত্মীয়স্বজনকে বাড়ি থাকতে বলুন,
সভা,ভিড়,বাইরে আড্ডা,জনাগম পরিহার করুন।

বাইরের কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে,
একজন-আরেকজন থেকে ৩ হাত দূরত্ব থাকতে স্বাস্থ্য সংস্থা বলে।
দিনে কমপক্ষে ১০ বার সাবান দিয়ে হাত ধৌত করি,
করোনা ভাইরাস ধ্বংস করতে জীবনের জন্য লড়ি।

জীবাণুনাশক ঔষধ সারা ঘর ছিটিয়ে দিলে,
সকল ভাইরাস থেকে রক্ষা তবেই আমাদের মেলে।
সমাজের মানুষের উপকারে সবাই সচেতন হন,
ক্ষুধার্ত হয়ে মরে না যেন পাশর মানুষ জন।

ধনী হয়ে পেট পুরিয়ে খাবার খাবেন ভাই,
অথচ লাখ মানুষের ১ বেলা খাবারের টাকা নাই।
আসুন- সতর্ক,সচেতন,সাহায্য সাথে নিয়ে চলি,
মানুষের মাঝে এই মহামারির ভয়াবহতা বলি।

করোনা প্রতিরোধের নিয়মগুলো সকলে মেনে চলব,
সকলের সচেতনায় আমরা প্রদীপ হয়ে জ্বলবো।
জামায়েতে নামাজ আদায় করতে না পেরে খারাপ আপনার মন,
অথচ চাইলেই কিন্তু বাসায় থেকে নিজের পরিবারের সাথে জামায়েতে নামাজ আদায় করতে পারেন প্রিয়জন।

ইবাদতে মশগুল হন নিজ ঘরে বসে,
বাচ্চাদেরকে বসিয়ে দিন আপনার পাশে।
ছোটছোট সূরাগুলো তাদেরকে শিখান,
ভালো ব্যবহার কিভাবে করে সুন্দরভাবে বোঝান।
প্রত্যেকজন যদি হই সচেতন,
তবেই আল্লাহর রহমতে আমরা রক্ষা পাব বলে গুণীজন।

আর পড়তে পারেন