ফয়জুল ছদ্মবেশে মাঝে মাঝে বাড়ি যেতো

ডেস্ক রিপোর্ট :
অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল মাঝে মাঝে বাড়ি যেতো ছদ্মবেশে বলে জানিয়েছেন তার গ্রামের প্রতিবেশীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়ারকাপন গ্রামে কুরুষ আলী নামেই বেশি পরিচিত মাওলানা আতিকুর রহমান। তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ফয়জুল তৃতীয় সন্তান। প্রায় ১৫ বছর আগে সিলেটে চলে যায় সে। সেখানে ফেরি করে কাপড় বিক্রি করতো।
স্থানীয় ধল মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করলেও পরে সিলেটের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে ফয়জুল।
ড. জাফর ইকবালের ওপর হামলার পরপরই বসতবাড়ি ছেড়ে চলে গেছে ফয়জুলের স্বজনেরা। হামলার ঘটনায় গ্রামজুড়ে উঠেছে নিন্দার ঝড়। বসতবাড়ি ছেড়ে চলে গেছে ফয়জুলের পরিবারের সদস্যরাও।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দেলোয়ার বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর ফয়জুলের মামা ও চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব।
এদিকে ফয়জুলের হামলার প্রতিবাদে তার গ্রামেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ফয়জুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সূত্র : ডিবিসি নিউজ