বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো.জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার:
কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার ডলফিন রেস্তুরায় ওই কলেজের কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ বদিউল আলম বিশ^বিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা মোঃ সুমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়রসহ-সভাপতি এসএম ইমরান হাছান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চঞ্চল রায়হান, মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক আহাম্মেদ বাদশা, সদস্য মোঃ আবুল হাসান সরকার,দেবিদ্বার উপজেলা ছাত্রদল নেতা মোঃ আল আমিন আমানত।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদিউল আলম বিশ^বিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা মোঃ বাপ্পি, মোঃ নাজিম উদ্দিন, মোঃ বেলাল হোসেন, মেহেদী হাসান, সাইফুল ইসলাম তানিম ভুইয়া, তানভীর সরকার ও ইমরান সরকার, মুরাদনগর উপজেলার সাইবার ইউজার দলের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক, টনকী ইউপি সাইবার সাইবারইউজার দলের সভাপতি সুমন সরকার প্রমূখ।
এদিকে বক্তারা বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি‘র কুমিল্লার-৩ মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ আলহাজ¦ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও আগামী দিনে ক্ষমতায় আনতে কলেজ ছাত্রদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তরা আরো বলেন, প্রত্যেক ছাত্রনেতাকে অবশ্যই মাদক ও ইভটিজিংমুক্ত হতেহবে।